Homeবিনোদন‘অনেকে আমার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন’

‘অনেকে আমার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন’


‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করে মুদ্রার এপিঠ-ওপিঠ দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক সমালোচনা হয়েছে ফারিয়াকে নিয়ে। অনেকেই কটাক্ষ করে বলেছেন, পালানোর বায়োপিকটা কে করবে? সম্প্রতি স্ক্যান্ডাল উইদ সামিরসিন পডকাস্টে এসে এসব সমালোচনা নিয়ে বিস্তর কথা বললেন ফারিয়া।

সমালোচনা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘সমালোচনা যেকোনো শিল্পীর জীবনের একটি অংশ। আমাদের কাজটা অনেকটা জুয়ার মতো। জুলাইয়ের পর থেকে যে সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে, সেই সিনেমাতে সাইন করার পর অনেক প্রশংসা পেয়েছিলাম। মূলত যে চরিত্রে আমি অভিনয় করেছি তার জন্য। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করল। এই কারণে আমি কনফিউজড, কোনটা গ্রহণ করব। আমরা সবাই জানি দেশে কী হয়েছে। কিন্তু এ জন্য কোনো শিল্পীকে দোষারোপ করা ঠিক নয়।’

ফারিয়া আরও বলেন, ‘২০১৯ সালে যখন আমি মুজিব সিনেমাতে সাইন করেছিলাম, সে সময় সব স্বাভাবিক ছিল। সরকার পক্ষ থেকে এসে যদি বলা হয়, আপনাকে একটা কাজ করতে হবে; সেটা মানা করার সাধ্য আমার নেই। মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমি। মা-বাবাকে নিয়ে থাকি। এ ছাড়া সিনেমাটির পরিচালক ছিলেন শ্যাম বেনেগাল। তাই সিনেমাটি করতে আগ্রহী ছিলাম।’

ফারিয়া মনে করেন, জুলাইয়ের পর এখন অনেক পরিচালক-প্রযোজক তাঁকে নিয়ে কাজ করতে ভয় পান। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘ইন্ডাস্ট্রির অনেকে আমার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। আমাকে নিয়ে কাজ করলে কোনো ধরনের ঝামেলা হবে কি না! যাঁরা সেনসেবল মানুষ, প্রতিভাকে মূল্যায়ন করেন, তাঁদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু অনেকে যাঁরা সেফ জোনে থাকতে পছন্দ করেন, তাঁরা হয়তো মনে করতে পারেন, এই মুহূর্তে আমরা ফারিয়াকে নিয়ে কাজ করব না।’

লম্বা বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘জ্বীন থ্রি’ নামের সিনেমাটির শুটিং শেষ করেছেন এরই মধ্যে। মুক্তি পাবে রোজার ঈদে। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে ফারিয়ার সঙ্গে আছেন আব্দুন নূর সজল। জ্বীন থ্রি দিয়েই জাজ মাল্টিমিডিয়ায় সাত বছর পর ফিরেছেন ফারিয়া।

সমালোচনা ও পেশাগত জায়গায় সমস্যা সৃষ্টি হলেও শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে কোনো অনুশোচনা নেই বলে জানালেন ফারিয়া। তাঁর মতে, একজন শিল্পীর জায়গা থেকে তিনি নিজের সেরাটা দিয়েই পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ফারিয়া বলেন, ‘আমার ক্যারিয়ারের পাঁচ বছর এ সিনেমায় ইনভেস্ট করেছি। এখন আমি যদি বলি অনুশোচনা হচ্ছে, তাহলে সেটা আমার পেশাকে অপমান করা হবে। এই সিনেমার কারণে যে বাজে সময়টা পার করেছি বা এখনো করছি, সেটা আমার জন্য লেখা ছিল। এটাকে মেনে নিয়ে যুদ্ধটা চালিয়ে যেতে হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত