Homeবিনোদনঅনুষ্ঠিত হলো ‘দ্য ক্রাফ্ট জুনিয়র’ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

অনুষ্ঠিত হলো ‘দ্য ক্রাফ্ট জুনিয়র’ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা


শিশুদের চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের লক্ষ্যে বেসরকারি সংস্থা চিল্ড্রেন টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজন করে ৫ দিনব্যাপী ‘দ্য ক্রাফ্ট জুনিয়র’ শীর্ষক কর্মশালার। বিশেষ এই কর্মশালায় শিশুদের হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি শেখানো হয়। এ কর্মশালার সহযোগিতায় ছিলেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড।

এই কর্মশালায় পান্ডুলিপি রচনা কৌশল, চিত্রনাট্য রচনা কৌশল, ক্যামেরা অপারেশন, ক্যামেরা শটস্ পরিচিতি, চলচ্চিত্র পরিচালনা, শব্দের ব্যবহার, বেসিক ভিডিও সম্পাদনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) শেষ হয় এ কর্মশালা। সমাপনী আসরে ২০ শিশু নির্মাতার ১ মিনিট ব্যাপ্তির ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

শিশুদের প্রতিভার বিকাশ, মত প্রকাশ ও কারিগরি দক্ষতা উন্নয়নে একটি প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে সিটিএফবি এই উদ্যোগ গ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ, চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশের (সিটিএফবি) সেক্রেটারি জেনারেল ফাহমিদুল ইসলাম শান্তনু, শিশু চলচ্চিত্র নির্মাতাদের অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকরা।

শিশুদের নির্মিত চলচ্চিত্রগুলো প্রদর্শন, তাদের অভিজ্ঞতা শোনা, মঞ্চে সবাইকে সনদপত্র বিতরণ এবং দলীয় ছবি তোলার মাধ্যমে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত