Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশSheikh Hasina,হাসিনার ট্রাভেল কার্ড ইস্যু নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৌহিদ হোসেনের - bangladesh...

Sheikh Hasina,হাসিনার ট্রাভেল কার্ড ইস্যু নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৌহিদ হোসেনের – bangladesh foreign advisor touhid hossain comments on former pm sheikh hasina travel card issue



কুদ্দুস আফ্রাদ, ঢাকা
ভারত সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রাভেল কার্ড ইস্যু করেছে বলে যে খবর সামনে এসেছে, তার প্রেক্ষিতে মুখ খুললেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা এম তৌহিদ হোসেন।দুর্গাপুজোর মহানবমীতে নরসিংদির সেবাসংঘ মন্দিরের মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, ‘যে কোনও দেশ যে কাউকে ট্রাভেল কার্ড ইস্যু করতে পারে। তা ঠেকানোর সুযোগ আমার নেই। তবে, কোনও মামলায় কোর্ট থেকে যদি আদেশ হয়, তাকে হাজির করার তখন আমরা তাকে হাজির করার ব্যবস্থা করব।’

তাঁর ইঙ্গিতপূর্ণ সংযোজন, ‘আমরা চাই, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক।’

প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসার পরে কিছুদিন আগে আরব আমিরশাহির উদ্দেশে উড়ে গিয়েছেন বলে কয়েকটি মহলে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এই খবরের ভিত্তি নেই বলে জানানো হয় ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে। তারপরেই হাসিনাকে ট্রাভেল কার্ড ইস্যু করার বিষয়টি নিয়ে নতুন জল্পনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে তৌহিদের বক্তব্য তৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এ দিন তৌহিদ আরও দাবি করেন, গোটা বাংলাদেশে এ বার শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এ দেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। দু’-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত