ইউনূসের সরকারকে সমর্থন জানিয়েছে বিএনপি। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য এই সরকারের সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী। বুধবার ঢাকার পল্লবীতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আওয়ামি লিগের লোকদের নিয়ে শেখ হাসিনা সিন্ডিকেট করতেন। এখন বাজারে সেই সিন্ডিকেট নেই। তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন?’
অন্তর্বর্তী সরকার সংস্কারের ক্ষেত্রে ‘ঢিলেঢালা’ ভাব নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘কোথায় যেন ঢিলেঢালা ভাব চলছে। এইভাবে চলবে না।’ অন্তর্বর্তী সরকারের যদি ‘অশুভ উদ্দেশ্য’ থাকে, তাহলে তারা আবার আন্দোলন শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।
বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার পরেই বাংলাদেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন ইউনূস। কিন্তু অবিলম্বে সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক রাজনীতি এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রিজভী। এতদিন সেখানের মানুষ ভোট দিতে পারেননি বলেও দাবি করেন তিনি। বিএনপির এই নেতার দাবি, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যদি নির্বাচন দীর্ঘায়িত করে, তাহলে মানুষ সন্দেহ করবে।’
কেন সেখানে সম্ভাব্য নির্বাচনের তারিখ নির্ধারণ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন রিজভী। সংস্কার এবং নির্বাচন নিয়ে কোনও টালবাহানা করলে সরকারের জন্য তা ভালো হবে না বলেও জানিয়েছেন তিনি।