Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশMuhammad Yunus,ইউনূসের 'ইতিহাস মুছে ফেলা' মন্তব্যের সমালোচনা করে বরখাস্ত বাংলাদেশের ম্যাজিস্ট্রেট -...

Muhammad Yunus,ইউনূসের ‘ইতিহাস মুছে ফেলা’ মন্তব্যের সমালোচনা করে বরখাস্ত বাংলাদেশের ম্যাজিস্ট্রেট – taapsee tabassum urmi suspended for a controversial post against the bangladesh interim government


কুদ্দুস আফ্রাদ, ঢাকা
ফেসবুকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ‘বিতর্কিত’ পোস্টের জেরে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও প্রক্রিয়া শুরু হয়েছে। গত শনিবার তাপসী লিখেছিলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গিয়েছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আপনার, মহাশয়।’সূত্রের খবর, এর পরই তাঁকে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ করে অন্যত্র সরানো হয়। এ দিন এল বরখাস্তের খবর। সরকারি এই পদক্ষেপের প্রতিক্রিয়া তাপসী বলেন, ‘আমি যদি প্রশাসনে না-ও থাকতাম, তবু একই কথা বলতাম। আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না।’ রবিবার বলেছিলেন, ‘ওই মন্তব্যের জন্য চাকরি গেলে যাক।’ তাঁর ওই পোস্টটি অবশ্য রবিবার থেকেই ‘ওনলি মি’ করে রাখা!

প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস সপ্তাহখানেক আগে রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যোগ দিতে মার্কিন মুলুকে গিয়েছিলেন। সেখানে ‘ভয়েস অব আমেরিকা’-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, বাংলাদেশের ইতিহাস ‘রিসেট বাটন পুশ’ করে মুছে ফেলা হয়েছে।

Awami League: ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে’, দেশবাসীর উদ্দেশে বিবৃতি আওয়ামি লিগের
ইউনূসের সেই মন্তব্যের কড়া সমালোচনা করে ঊর্মি বলেন, ‘রিসেট বাটন পুশ করা মানে কী? অতীত মুছে ফেলা মানে কী? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। এ গুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা মানে কী? তাহলে আমি তো মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন গভর্নমেন্টে আছে।’

ঊর্মির দাবি হল- ‘আমি দায়িত্বশীল জায়গা থেকে মনে করেছি, আমার দেশকে বাঁচাতে হবে। এজন্য আমার পক্ষে যতটুকু বলার, আমি বলেছি। আমি যদি এই পর্যায়ে না-ও থাকতাম, সেইম পোস্ট দিতাম। আমি বাংলাদেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি। আমি কোনও দলের পক্ষে বলছি না।’

এদিকে ওএসডি হওয়ার পর থেকে তাপসী তাবাসসুম ঊর্মির পোস্টটি আর তাঁর ওয়ালে দেখা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্মি বলেন, পোস্টটি ‘অনলি মি’ করে রাখা হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত