Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশHijab Controversy,হিজাব না পরায় বাংলাদেশে আমেরিকান মহিলাকে হেনস্থা? জানুন সত্য-তথ্য - american...

Hijab Controversy,হিজাব না পরায় বাংলাদেশে আমেরিকান মহিলাকে হেনস্থা? জানুন সত্য-তথ্য – american women harassment in dhaka for not wearing hijab


ঢাকার রাস্তায় রিকশা চেপে চলেছেন এক মহিলা। তাঁকে উত্যক্ত করেছে কয়েকজন। হিজাব না পরায় রীতিমতন হেনস্থা করা হচ্ছে তাঁকে। এই রকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখানো হচ্ছে। হিজাব না পরায় আমেরিকান ওই মহিলাকে প্রকাশ্য রাস্তায় হেনস্থা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিয়োতে লেখা হয়েছে, ‘নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বে এটাই কি স্বাধীন বাংলাদেশ’? এই ঘটনা বিশ্বের কাছে লজ্জার বলেও মন্তব্য করা হয়েছে তাতে। সেটা আদৌ কি সত্যি?‘ফ্যাক্টলি’ নামের একটি সংস্থা জানিয়েছে, আমেরিকান মহিলা বলে যাকে দেখানো হচ্ছে তিনি আসলে বাংলাদেশের অভিনেত্রী মিষ্টি সুবাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য যাচ্ছিলেন। তাঁর হাতে ছিল কেক। সেটাকেই ‘আমেরিকার মহিলাকে হেনস্থা’ বলে দাবি করা হয় ভাইরাল হওয়া ভিডিয়োতে।

ওই পোস্টে যা বলা হয়েছে তা আদৌ সত্যি নয় বলেও জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ওই অভিনেত্রী হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। সেই সময়ে, সেখানে থাকা কয়েকজন তাঁকে উত্যক্ত এবং হেনস্থা করে। এই অভিনেত্রী হাসিনার সমর্থক বলেও জানা গিয়েছে।

‘আঁধার কেটে যাবে’, আশাবাদী শেখ হাসিনা

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, নীল সার্ট, সাদা প্যান্ট এবং কালো রঙের জুতো পরে হাতে কেক নিয়ে রিকশায় বসসে আছেন এক মহিলা। যখন তিনি রিকশা থেকে নামতে চাইছেন তখনই তাঁকে হেনস্থা করা হয়। কিন্তু হিজাব না পরার জন্য একজন মহিলাকে উত্যক্ত করা হয়েছে এই দাবি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে ফ্যাক্টলি। হিজাব না পরার জন্য কোনও আমেরিকান মহিলাকে নয়, হাসিনার জন্মদিন পালন করতে যাওয়ার জন্যই মিষ্টি সুবাসকে হেনস্থা করা হয় বলেও জানানো হয়েছে ফ্যাক্টলির প্রতিবেদনে। যদিও তাঁকে আমেরিকান মহিলা বলে করে দাবি করে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে হেনস্থার খবর প্রকাশিত হয়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত