Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশGoddess Kali Crown,বাংলাদেশে মন্দির থেকে নরেন্দ্র মোদীর উপহার সোনার মুকুট চুরি -...

Goddess Kali Crown,বাংলাদেশে মন্দির থেকে নরেন্দ্র মোদীর উপহার সোনার মুকুট চুরি – goddess kali crown gifted by pm narendra modi stolen from bangladesh jeshoreshwari kali temple


কুদ্দুস আফ্রাদ, ঢাকা
সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার হিসেবে দেওয়া প্রতিমার সোনার মুকুটটি চুরি হয়ে গিয়েছে।১০ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে মুকুটটি চুরি করার দৃশ্য মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে, তার পরিচয়ও শনাক্ত করছে পুলিশ। সেনাদলও মাঠে অভিযান চালাচ্ছে।

২০২১ সালের ২৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো দিতে গিয়ে মা কালীর প্রতিমায় ওই সোনার মুকুটটি পরিয়ে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পুজো শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা রানি সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি চলে যান। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ২৪/২৫ বছরের এক যুবক দুপুর ২টো ৪৯ মিনিটে মন্দিরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে কালী প্রতিমার পেছনে দাঁড়িয়ে মুকুটটি খুলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, যুবকটি পরিকল্পনা করেই ওই কাজটি করেছে।

সেনা প্রহরায় বাংলাদেশে দুর্গাপুজো, অশান্তি এড়াতে প্রস্তুত ইউনূসের প্রশাসন

শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দির সাতক্ষীরার সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা মা কালীর ৫১ পীঠের একটি। পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি জানিয়েছেন, তিনি মন্দিরে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার আগে রেখা রানিকে মন্দিরের চতুর্দিক পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। অবশ্য, স্থানীয় বাসিন্দারা এ হেন ঘটনার জন্য পুরোহিতের দায়িত্ব অবহেলারও অভিযোগ তুলেছেন। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে এক যুবককে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটক করার জন্য় অভিযানও চলছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত