Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশDurga Puja 2024: সিদ্ধান্ত বদল, ঢাকার রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পুজো -...

Durga Puja 2024: সিদ্ধান্ত বদল, ঢাকার রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পুজো – dhaka ramakrishna math and mission authorities decided to celebrate kumari worship during durga puja like every year


পুজো নিয়ে সিদ্ধান্ত বদল করল ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। আগে তারা জানিয়েছিল, এ বার সেখানে কুমারী পুজো হবে না। তবে, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের কাছ থেকে নিরাপত্তা নিয়ে আশ্বাস পাওয়ার পরেই এই সিদ্ধান্ত বদল করা হয়েছে। অন্য বছরের মত চলতি বছরেও সেখানে কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকার রামকৃষ্ণ মিশন।পুজোর আমেজ শুরু হলেও এখনও বাংলাদেশে হিন্দুদের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি। সেখানে পুজোতে পর্যাপ্ত এবং ত্রি-স্তরীয় নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশ এবং সেনার তরফে আশ্বাস দেওয়া হয়েছে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

এদিকে, সেখানে হাসিনার সরকারের পতনের পরে যে পরিস্থিতি তৈরি হয় তার জেরে কুমারী পূজা না করার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। এটা জানার পরেই মন খারাপ হয় সেখানের হিন্দুদের। জানা গিয়েছে, কুমারী পুজো না করার সিদ্ধান্তর বিষয়টি জানতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান। তারপরেই তাঁর পক্ষ থেকে উপ সেনাপ্রধান গত শনিবার রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখা করেন স্বামী পূর্ণাত্মানন্দের সঙ্গে। সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে পুজোর সময়ে সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। এরই সঙ্গে কুমারী পূজা যেন বাদ না যায় সে বিষয়ে অনুরোধ করা হয়। তারপরেই আবার কুমারী পুজো করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Durga Puja: কুমারী পুজো না করার সিদ্ধান্ত ঢাকার রামকৃষ্ণ মিশনের, কেন?
ঢাকা রামকৃষ্ণ মিশনের, চলতি বছরের পুজোর দায়িত্বপ্রাপ্ত স্বামী হরিপ্রেমানন্দ (স্বপন মহারাজ) বলেন, ‘সেনাবাহিনীর অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিশনের প্রধান পূর্ণাত্মানন্দ মহারাজ কুমারী পুজোর আয়োজন করা হবে বলে সেনাবাহিনীকে কথা দিয়েছেন। আমরা সেটা আয়োজন করা উদ্যোগ নিচ্ছি।’ পুজোর দিনগুলিতে মিশনের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেনাবাহিনী বলেও জানান তিনি।

অন্যদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ‘পুজোর সময়ে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং পুলিশ। আমরাও আশা করছি তারা পুজোর সময়ে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত