Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশDurga Puja: কুমারী পুজো না করার সিদ্ধান্ত ঢাকার রামকৃষ্ণ মিশনের, কেন? -...

Durga Puja: কুমারী পুজো না করার সিদ্ধান্ত ঢাকার রামকৃষ্ণ মিশনের, কেন? – dhaka ramakrishna mission authorities decided not to worship kumari in this durga puja



দুর্গাপুজোর আগে আতঙ্কের পরিবেশ বাংলাদেশ জুড়ে। সেখানে দুর্গাপুজোয় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। এর রেশ এসে পড়ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের দুর্গাপুজোতেও। চলতি বছর সেখানে দুর্গাপুজোর সময়ে কুমারী পুজো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রামকৃষ্ণ মঠ ও মিশনের দুর্গাপুজো মানেই কুমারী পুজো। মহাষ্টমীর দিনেই সেখানে হয় কুমারী পুজো। বেলুড় মঠের মতই অন্যান্য রামকৃষ্ণ মঠ ও মিশনের দুর্গাপুজোতেও কুমারী পুজোর আয়োজন করা হয়। একইভাবে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনেও। সেখানেও পুজোর সময়ে এটাই ছিল অন্যতম আকর্ষণের জিনিস।

তবে, চলতি বছরে সেখানে মহাষ্টমীতে কুমারী পুজো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ জানিয়েছেন, এর আগে করোনার সময়ে নানা বিধিনেষেধের কারণে কুমারী পুজো বাদ দেওয়া হয়েছিল। আর বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে এবার কুমারী পুজো বাদ দেওয়া হয়েছে। কিন্তু পুজোর উপাচার এবং প্রসাদ বিতরণ করার ক্ষেত্রে কোনও খামতি থাকবে না।

তবে ঢাকায় না হলেও কুমিল্লা, নারায়ণগঞ্জ, বাগেরহাট-সহ রামকৃষ্ণ মিশনের অনেক শাখায় নিয়ম অনুযায়ী কুমারী পুজো অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। পুজোর সময়ে বিভিন্ন মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে বাংলাদেশের সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত