বাংলাদেশে দুর্গাপুজোকে কেন্দ্র করে একাধিক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দা জানিয়েছে ভারত। যশোরেশ্বরী কালী মন্দির থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সোনার মুকুট চুরি হয়েছে। হিন্দু-সহ অন্য সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। এই নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ভারত। তারপরেই সব ধর্মের মধ্যে সমতা রাখার বার্তা দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। সেই দেশের সব ধর্মের মানুষকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেখানকার সবাই বাংলাদেশি বলেও মন্তব্য করেছেন তিনি।প্রথা মেনে রবিবার, দুর্গা প্রতিমার বিসর্জন হয় বাংলাদেশে। তারপরেই এই বার্তা দেন বাংলাদেশের রাষ্ট্রপতি। রবিবার, বঙ্গভবনে বিভিন্ন ধর্মের নাগরিকদের নিয়ে একটি অনুষ্ঠান করা হয়। সেখানেই সবাইকে এক হয়ে থেকে ‘একটি উন্নত বাংলাদেশ’ গড়ে তোলার কথা বলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এখানে আমরা সবাই সবার সঙ্গে যুক্ত। এখানে ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোনও জায়গা নেই। ধর্মের নামে আমরা কোনও বিভেদ করতে চাই না।’
বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, ‘বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি দুর্গাপুজোর সঙ্গে মিশে আছে। সেই কারণে এটা কোনও ধর্মীয় উৎসব নয়, এটা একটা সামাজিক উৎসব। সবার মিলনের ফলেই এটা সর্বজনীন আকার ধারণ করেছে।’
প্রসঙ্গত, দুর্গাপুজোর আগে বাংলাদেশের অনেক জায়গায় প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই সঙ্গে একাধিক এলাকায় পুজোকে কেন্দ্র করে হুমকিও দেওয়া হয়। পুজোর সময়েই ঢাকার তাঁতিবাজার এলাকায় একটি মণ্ডপে হামলা হয়। তাতে বেশ কয়েকজন আহত হন। এছাড়াও সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সোনার মুকুট চুরির ঘটনা ঘটে। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি।
Jashoreshwari Temple: বাংলাদেশের মন্দির থেকে সোনার মুকুট চুরি, কড়া প্রতিক্রিয়া ভারতের
পুজোর সময়ে এই ধরনের ঘটনায় ভারত উদ্বিগ্ন বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিশেষ একটি পদ্ধতি মেনেই এই ধরনের ঘটনাগুলি ঘটেছে বলেও জানায় ভারতের বিদেশ মন্ত্রক। এই সঙ্গেই বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সেই দেশের সরকারের কাছে আবেদন জানায় বিদেশ মন্ত্রক। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, পুজোকে কেন্দ্র করে সেখানে ৪০টি ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।