এর আগে, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য সার্কের পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর মতে, একটি মহৎ উদ্দেশ্যে সার্ক গঠন হলেও তা এখন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ আছে। সার্ক ঠিক মতন কাজ করলে অনেক সমস্যার সমাধান করতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
এ বার দক্ষিণ এশিয়ায় শিল্প খাতে উন্নয়নের জন্য সার্ক-কে শক্তিশালী করার উপর গুরুত্ব দিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা। মঙ্গলবার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করার সময়ে এ নিয়েও আলোচনা করেন তিনি। এই অঞ্চলের শিল্প ক্ষেত্রে উন্নতি যাতে দ্রুত হয় সেই লক্ষ্য নিয়ে সার্ককে শক্তিশালী করা উচিত বলে মনে করেন তিনি।
এরই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে শিল্প ক্ষেত্রে উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা করার কথাও বলেন আদিলুর রহমান। বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, আঞ্চলিক উন্নয়নের জন্য ‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের’ (বিমসটেক) উপর গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার। কী ভাবে দুই দেশ বাণিজ্যের পাশাপাশি শিল্প ক্ষেত্রেও কীভাবে উন্নতি করা যায় তা নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।