Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশBangladesh Home Ministry,‘জুলাই গণ–অভ্যুত্থান’ ঘটনায় মামলা, গ্রেপ্তার বা হয়রানি হবে না: স্বরাষ্ট্র...

Bangladesh Home Ministry,‘জুলাই গণ–অভ্যুত্থান’ ঘটনায় মামলা, গ্রেপ্তার বা হয়রানি হবে না: স্বরাষ্ট্র মন্ত্রক – no prosecution arrest or harassment in july uprising case says bangladesh home ministry


বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর আমলের অনেক মন্ত্রী এবং সাংসদদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তবে, বাংলাদেশে ছাত্র-জনতার গণ আন্দোলনের ঘটনায় কোনও মামলা করা হবে না বলে জানিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময়েই বাংলাদেশে শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন । চলতি বছর জুলাই মাসে এই আন্দোলন শুরু করে পড়ুয়ারা। তাঁদের এই আন্দোলনে সমর্থন জানান সেখানকার অনেক সাধারণ নাগরিক। তার ফলে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন। জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই আন্দোলন শুরু হয়। ১৫ জুলাই থেকে শুরু হয় এই আন্দোলন। এর জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তিনি পদত্যাগ করার পরেই গঠন করা অন্তর্বর্তী সরকার।

মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার জানিয়েছে, ৮ আগস্ট পর্যন্ত চলা ‘জুলাই গণ–অভ্যুত্থান’ -এর জন্য কোনও মামলা করা হয়নি। এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার বা কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক।

প্রথম আলো পত্রিকার প্রতিবেদন অনুসারে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকে পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ অগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন’ হয়। শেখ হাসিনার এবং আওয়ামি লিগের সরকারের পতনের মধ্য দিয়েই বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার নবযাত্রা শুরু হয়েছে।

বাংলাদেশের সংবিধান নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষোভের মুখে জামায়াতে

এই আন্দোলন চলার সময়ে প্রায় ৭০০ জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার জন। এই ঘটনার জন্য শেখ হাসিনা এবং তাঁর আমলের নেতা-মন্ত্রী এবং সাংসদদের মতই অভিযুক্ত করা হয়েছে অনেক পুলিশ আধিকারিককেও। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলাও দেওয়া হয়েছে।

এ দিকে, কেন ওই আন্দোলন নিয়ে কোনও মামলা করা হবে না তাও জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে,এই গণ–অভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের ময়দানে থেকে কাজ করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার বা হয়রানি হবে না।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত