ফেসবুকে দেওয়া ওই পোস্ট অনুসারে ৭ মার্চ, ১৭ মার্চ, ৫ অগস্ট, ৮ অগস্ট, ১৫ অগস্ট, ১৮ অক্টোবর, ৪ নভেম্বর এবং ১২ ডিসেম্বর আর জাতীয় দিবস হিসেবে পালিত হবে না।
প্রসঙ্গত, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস। এই দিনটাকে বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হত। ৫ অগস্ট শেখ হাসিনার ভাই শেখ কামালের জন্মদিন এবং ৮ অগস্ট ‘বঙ্গমাতা’ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ অগস্ট তারিখে সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুকে । এই দিনটি এতদিন জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এছাড়াও ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস (শেখ হাসিনার ছোট ভাই), ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস ছিল।
চলতি বছর ৫ অগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। তারপরেই গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এর পরেই বঙ্গবন্ধুর মৃত্যুদিনে, জাতীয় দিবসের ছুটি বাতিল করে ইউনূসের সরকার। তবে এর সমালোচনা এবং তীব্র প্রতিবাদ জানানো হয় হাসিনা এবং আওয়ামি লিগের তরফে।