কিন্তু কী কারণে এখানকার প্রতিমার রং লাল? জনশ্রুতি, পাঁচগাঁওয়ের বাসিন্দা সর্বানন্দ দাস মুন্সী-র কাজ করতেন অসমের শিবসাগরে। পুজো দেওয়ার জন্য তিনি কামাখ্যা গিয়েছিলেন। স্থানীয়দের কাছে পাঁচ বছর বয়সের একটি মেয়েকে পুজোর জন্য চেয়েছিলেন তিনি। সর্বানন্দ সেই ছোট্ট মেয়েটিকে পুজো করার সময়ে তার গায়ের রং বদলে লাল হয়ে যায়। বিস্মিত এবং হতবাক হয়ে পড়েন সর্বানন্দ। তাঁর বিশ্বাস জন্মায়, মেয়েটির মধ্যে স্বয়ং দেবী ভর করেছেন। সেই মেয়েটি এক সময়ে তাঁকে ‘বর’ দিতে চান।
তিনি চান প্রতিবছর দুর্গাপুজোর সময়ে যেন দেবী আসেন তাঁর জন্মস্থান পাঁচগাঁওয়ে। তখন দেবী জানিয়ে দেন, সেই প্রতিমার রং লাল হতে হবে। সেই থেকে পাঁচগাঁওয়ে লাল রঙের প্রতিমার পূজা হয়ে আসছে। এখানে এখন পুজো দিতে আসেন দেশের নানা প্রান্তের হিন্দুরা। তাঁদের বিশ্বাস, দেবী এখানে জাগ্রত। পুজোর সময়ে রীতিমতন মেলার চেহারা নেয় পাঁচগাঁও।
সর্বানন্দর উত্তরপুরুষ সঞ্জয় দাস জানান, তিনশো বছরের বেশি সময় ধরে সেখানে লাল দুর্গার পুজো হয়ে আসছে। কেবলমাত্র ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধর সময়ে প্রতিমা গড়া হয়নি। সেই বছর পুজো হয় ঘটে।