Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশBangladesh Durga Puja,দুর্গাপুজোয় অশান্তির আশঙ্কা বাংলাদেশে, নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা সেনাপ্রধানের -...

Bangladesh Durga Puja,দুর্গাপুজোয় অশান্তির আশঙ্কা বাংলাদেশে, নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা সেনাপ্রধানের – bangladesh army chief general waker uz zaman assured to celebrate durga puja without any fear


দুর্গাপুজো শুরু হয়ে গেলেও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের আতঙ্ক কাটছে না। সেখানের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়ার পাশাপাশি একাধিক মন্দির এবং পুজো মণ্ডপে গিয়ে প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই অবস্থায় অনেকেই পুজো করতে চাইছেন না বলেও জানা গিয়েছে।এই সময়েই নির্বিঘ্নে এবং নির্ভয়ে পুজো করার আশ্বাস দিলেন বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার করার জন্য সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার সরকারের পতনের পরে দুর্গাপুজো করা নিয়ে ভয় দেখানো এবং উদ্দেশ্যমূলক শর্ত আরোপ করা হচ্ছে বলেও অভিযোগ। ধর্ম অবমাননার ভিত্তিহীন অভিযোগ এনে বিভিন্ন পূজামণ্ডপে ভাঙচুর করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। এই সঙ্গে পুজো করতে হলে টাকা দেওয়ার দাবি করে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। সেখানে দুর্গাপূজায় বাধামুক্ত পরিবেশ সৃষ্টির আহবান জানিয়ে একটি বিবৃতিও দিয়েছেন বিশিষ্টজনেরা।

শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো করতে যা দরকার তাই করা হবে, ফের আশ্বাস দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার
এ দিকে পুজোর সময়ে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর করিম চোধুরী। তারপরেও আতঙ্কমুক্ত হতে পারছেন না বাংলাদেশের হিন্দুরা বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত । তিনি বলেন, ‘পুজোকে কেন্দ্র করে আতঙ্কের মধ্যে আছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। তাই এ বার পূজা কতটা উৎসবমুখর হবে সেটা বলতে পারব না।’

এই সময়েই নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার জন্য আবেদন করলেন বাংলাদেশের সেনাপ্রধান। শনিবার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন সেনাপ্রধান। তারপরেই নির্ভয়ে পুজো করার কথা জানান তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান।

Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজোর জৌলুসে ভাটা, অনেক জায়গায় পুজো হবে না
তিনি বলেন, ‘সবাই যার যা ধর্ম সেটা পালন করবেন। সেজন্য যা কিছু করতে হয় তা আমরা করব। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, পূজা করবেন। আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ, সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’ শারদীয়া দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। এই সঙ্গেই বিভিন্ন মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে সব জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন সেনাপ্রধান।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত