বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামি লিগের নেতাদের বিচার দ্রুত করতে চাইছে অন্তর্বর্তী সরকার। এ বার সেখানকার সরকারের বিচার নিয়ে প্রতিক্রিয়া জানাল আওয়ামি লিগ। তাদের দাবি, জনগণই সরকারের বিচার করবে। এই জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না।বাংলাদেশে ‘গণ অভ্যুত্থানের’ সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কোনও মামলা এবং তাদের গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। এই নির্দেশের সমালোচনা করেছে আওয়ামি লিগ। তাদের দাবি, ওই আন্দোলনে পুলিশ এবং নাগরিকদের যারা মেরেছে এবং জখম করেছে, যারা কয়েক কোটি টাকার জনগণের সম্পদের ক্ষতি করেছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। এই কথা বলার পাশাপাশি বাংলাদেশের সম্পত্তি বিনষ্টকারীকে বিচারের দাবি তুলেছে আওয়ামি লিগ।
বাংলাদেশে বাতিল হচ্ছে মুজিবের জন্মদিনের ছুটি, ঘোষণা ইউনূস সরকারের
মঙ্গলবার, আওয়ামি লিগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘জনগণ এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনডেমনিটি বাতিল করে, সব হত্যাকারী, লুণ্ঠনকারী, অগ্নিসংযোগকারী ও দেশের সম্পদ বিনষ্টকারীদের বিচার বাংলাদেশের মাটিতেই করবে’।
তাদের অভিযোগ, মুজিবুর রহমানকে হত্যার পরের ঘটনার ‘পুনরাবৃত্তি’ হচ্ছে। তখন যেমন হত্যাকারীদের ‘ইনডেমনিটি’ দেওয়া হয়েছিল, এখনও সেটাই হচ্ছে। বাংলাদেশের সম্পদ ধ্বংসকারীদের ছাড় দিয়ে বিচারের মুখোমুখি হওয়ার হাত থেকে বাঁচাতে চাইছে ইউনূসের সরকার। আওয়ামি লিগের দাবি, এই কাজে সফল হতে পারবে না ইউনূসের সরকার। বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্টা করে তাদের বিচার করবে বলেও ওই পোস্টে দাবি করেছে আওয়ামি লিগ।