Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশহচ্ছে না বৌদ্ধ পরবও - bangladesh administration decided not to hold buddhist...

হচ্ছে না বৌদ্ধ পরবও – bangladesh administration decided not to hold buddhist festivals in chittagong hill in this year



এই সময়, ঢাকা: বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় কাপড়কে বলে ‘চীবর’। ২৪ ঘণ্টার মধ্যে সুতো কাটা থেকে শুরু করে কাপড় বোনা, সেলাই ও তাতে রঙের কাজ সেরে সেই বস্ত্র (চীবর) বৌদ্ধ ভিক্ষুদের দান করার রেওয়াজ দীর্ঘদিনের। এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামেরও প্রায় ২০০ বৌদ্ধ বিহারে ধারাবাহিকভাবে এই ‘চীবর দান’ পরব পালন করা হয়। আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।কিন্তু এ বার তা উদ্‌যাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন ১৫টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা। সাম্প্রতিক অশান্তির কথা মাথায় রেখে নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

সাংবাদিক বৈঠকে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর বিনা প্ররোচনায় হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকী পবিত্র বিহারে আক্রমণ এবং বুদ্ধমূর্তি ভেঙে ফেলার ঘটনা এই প্রথম নয়। বারবার একই ঘটনা ঘটে। অথচ প্রশাসনের আচরণ রহস্যজনক ও পক্ষপাতদুষ্ট। আগের কোনও ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। পাহাড়ে হিংসা থামানোর কোনও উদ্যোগই নেই যেন! আইনশৃঙ্খলার এই চরম অব্যবস্থা ও অবনতি দেখেই উদ্বেগ ও আশঙ্কায় আমরা অনুষ্ঠান বন্ধ রাখছি এ বার।’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাঙামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খীসা বলেন, ‘পূজনীয় ভিক্ষুরা যে সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে আমরা একমত ও একাত্মতা ঘোষণা করছি। এই বছর রাজবন বিহারের অধীনে কোনও শাখা বিহারে চীবর দান অনুষ্ঠান হবে না।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত