সাংবাদিক বৈঠকে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর বিনা প্ররোচনায় হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকী পবিত্র বিহারে আক্রমণ এবং বুদ্ধমূর্তি ভেঙে ফেলার ঘটনা এই প্রথম নয়। বারবার একই ঘটনা ঘটে। অথচ প্রশাসনের আচরণ রহস্যজনক ও পক্ষপাতদুষ্ট। আগের কোনও ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। পাহাড়ে হিংসা থামানোর কোনও উদ্যোগই নেই যেন! আইনশৃঙ্খলার এই চরম অব্যবস্থা ও অবনতি দেখেই উদ্বেগ ও আশঙ্কায় আমরা অনুষ্ঠান বন্ধ রাখছি এ বার।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাঙামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খীসা বলেন, ‘পূজনীয় ভিক্ষুরা যে সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে আমরা একমত ও একাত্মতা ঘোষণা করছি। এই বছর রাজবন বিহারের অধীনে কোনও শাখা বিহারে চীবর দান অনুষ্ঠান হবে না।’