Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশফের পথে বাংলাদেশের হিন্দুরা, এ বার ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা -...

ফের পথে বাংলাদেশের হিন্দুরা, এ বার ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা – bangladesh hindus are announce long march towards dhaka



ফের পথে নামছেন বাংলাদেশের হিন্দুরা। দুর্গাপুজোর সময়ে একদিন ছুটি বাড়ানো হলেও সেখানে হিন্দুদের উপর নিপীড়ন বন্ধ হচ্ছে না বলে অভিযোগ। তাই এ বার বিভিন্ন দাবিতে, ঢাকা অভিমুখে লংমার্চ করার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামে হিন্দুদের একটি গণসমাবেশ থেকে এই লং মার্চের ঘোষণা করা হয়েছে।শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ। সেখানে অনেকের বাড়ি এবং মন্দিরেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অনেক এলাকা থেকে হিন্দুদের উৎখাত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ।

তাদের দাবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি চাকরি থেকে হিন্দু এবং সংখ্যালঘুদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। হিন্দুদের কোনও রকম নিরাপত্তা নেই বলেও দাবি তাদের। একই সঙ্গে এই সংগঠনের দাবি, সেখানে হিন্দুদের উপর যত অত্যাচার করা হবে তাঁরা ততটাই বেশি ঐক্যবদ্ধ হবেন। এ বার নিজেদের দাবি আদায়ের জন্য জেলা এবং বিভাগীয় সমাবেশ শেষ করার পরে ঢাকা অভিমুখে লংমার্চ করবেন বলেও তাঁরা জানান।

ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু নির্যাতনের বিচার, সংখ্যালঘু কমিশন সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রক গঠন এবং দুর্গাপুজোয় পাঁচ দিন ছুটি-সহ আট দফা দাবিতে শুক্রবার, চট্টগ্রামের লালদিঘি মাঠে গণসমাবেশ করেছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশ থেকেই ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা করা হয়।

এই সংগঠনের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, ‘ ক্ষমতার পরিবর্তন হলেও দেশে স্থিতিশীলতা আসছে না। সনাতনীদের এই দেশ থেকে উৎখাতের চেষ্টা হচ্ছে। সেটা হলে পরিণতি ভয়াবহ হবে। সনাতনীদের দাবি আদায়ের জন্য সবাই সমবেত হয়েছেন। আমাদের উপর যতই নিপীড়ন হবে, আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব।’

দাবি আদায়ের লক্ষ্য নিয়ে ঢাকা অভিমুখে লং মার্চ করার কথাও জানান তিনি। হিন্দুদের উৎখাত করার চেষ্টা হলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তান এবং সিরিয়ার মতন হবে বলেও মন্তব্য করেন তিনি। হিন্দুদের অস্তিত্বের কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও তাঁর দাবি। বাংলাদেশে হিন্দুদের সংখ্যানুপাতিক হারে সংসদে আসনও দাবি করেছেন তারা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত