বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘গড়িমসি না করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’ তাঁর দাবি, নির্বাচনের তারিখ ঘোষণা না করে সরকার দেশকে অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এই সঙ্গেই রিজভী বলেন, ‘জনগণের কাছে নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকবে। যেই ক্ষমতা আসুক, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’
সংস্কারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেওয়ার জন্যও সরকারের সমালোচনা করেন তিনি। রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে। কিন্তু নির্বাচন কবে হবে তা নিয়ে প্রত্যেকেই আলাদা বক্তব্য দিচ্ছেন। কবে সংস্কার হবে তার কোনও নির্দিষ্ট তারিখ বলা হচ্ছে না।’ এর সঙ্গেই ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচনের নির্দিষ্ট দিন ঘোষণা না হলে আপনার সম্পর্কে মানুষের প্রশ্ন থাকবে। আমরা আপনাকে প্রয়োজনীয় সংস্কার করার এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে আসিফ জানান, আগামী বছরেই নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু তার আগে নির্বাচন কমিশন গঠন করা ছাড়াও বেশ কিছু কাজ করতে হবে। তিনি বলেন, ‘এই কাজগুলি করা হলেও আগামী বছরে নির্বাচন হওয়া সম্ভব।’