বাংলাদেশে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। ইতিমধ্যেই ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে আওয়ামি লিগের শাখা সংগঠন ছাত্র লিগকে। তারপরে এই দাবি আরও জোরাল হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও এই দাবি জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। এই সময়েই নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল বিএনপি। বিভিন্ন দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি জানালেও, সেই পথে হাঁটতে নারাজ বিএনপি।ছাত্র লিগকে নিষিদ্ধ করার আগেই আওয়ামি লিগ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামি লিগকে আর রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। আওয়ামি লিগকে ভোটেও অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানান তিনি। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার জন্য আর ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি-সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল।
আওয়ামি লিগকে ‘প্রধান রাজনৈতিক শত্রু’ বলে মনে করে বিএনপি। তারাও জানিয়েছে, আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিকে সমর্থন করছে না বিএনপি। বিএনপি ‘নিষিদ্ধের রাজনীতিতে’ বিশ্বাস করে না বলেও জানিয়েছেন দলের নেতারা। দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের দাবি, বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। তাঁরা চান না আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হোক। এরই সঙ্গে তিনি বলেন, ‘বিএনপি চায় সব প্রতিপক্ষ নির্বাচনে অংশ নিক। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। জনগণ আমাদের পক্ষে আছে। আমরা ভয় পাই না।’ বিএনপি মানবাধিকার এবং মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে বলেও ওই সমাবেশে জানান খায়রুল কবির।
আওয়ামি লিগকে ‘প্রধান রাজনৈতিক শত্রু’ বলে মনে করে বিএনপি। তারাও জানিয়েছে, আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিকে সমর্থন করছে না বিএনপি। বিএনপি ‘নিষিদ্ধের রাজনীতিতে’ বিশ্বাস করে না বলেও জানিয়েছেন দলের নেতারা। দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের দাবি, বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। তাঁরা চান না আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হোক। এরই সঙ্গে তিনি বলেন, ‘বিএনপি চায় সব প্রতিপক্ষ নির্বাচনে অংশ নিক। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। জনগণ আমাদের পক্ষে আছে। আমরা ভয় পাই না।’ বিএনপি মানবাধিকার এবং মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে বলেও ওই সমাবেশে জানান খায়রুল কবির।
আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানান যে আগামী নির্বাচনে অংশ নিতে চান তাঁরা। আওয়ামি লিগ ছাড়া বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার সম্ভব নয় বলেও জানান তিনি।