বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবিঃ সংগৃহীত
“>
বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবিঃ সংগৃহীত
সৌদি আরবসহ বিভিন্ন দেশে ১৩ বছর নির্বাসন কাটিয়ে শনিবার দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ১১টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও আলেম-ওলামা তাদের নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে জড়ো হন।
পরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান।
মঙ্গলবার তার নিজ বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় যাওয়ার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাংসদ কায়কোবাদ ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা সংক্রান্ত দুটি মামলায় জড়িত ছিলেন, যা তাকে বিদেশে থাকতে বাধ্য করেছিল।
পরবর্তীতে হামলার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
তবে, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত দুটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া বিএনপির অন্য নেতাদের সঙ্গে গত ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন।