বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবিঃ সংগৃহীত
“>
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বেশি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ (১৬ ডিসেম্বর)।
তিনি বলেন, গত ১৬ বছরে হাসিনা কত মাকে নিঃসন্তান রেখেছেন তার কোনো হিসাব নেই। আয়নাঘরে পাঠিয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ দুই হাজার নেতাকর্মীকে গুম ও হত্যার জন্য তিনি দায়ী। আজ বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
“শেখ হাসিনা গর্ব করে বলতেন, মুজিব কন্যা কখনো পালাবে না। কিন্তু, তিনি এমন দৌড়ঝাঁপ করেছেন যে দেশের অন্য কেউ তা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।”
“আমি তোমাকে চাই [Hasina] দেশে আসতে। আপনি কত মানুষকে হত্যা করেছেন এবং কত লাখ বা কোটি টাকা পাচার করেছেন তার জবাব আপনাকে দিতে হবে। আপনি গণতন্ত্রকে হত্যা করেছেন এবং স্বাধীনতাকে বিপন্ন করেছেন,” তিনি বলেছিলেন।
দুদু বলল, তুমি [Hasina] বাংলাদেশের মানুষকে কেন ভারতের দাসে পরিণত করলেন তারও জবাব দিতে হবে।
তিনি বলেন, “আমরা বাংলাদেশ গড়তে চাই, যার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। জিয়াউর রহমান যেভাবে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন, তেমনি তারেক রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশ গড়তে চান।”
“আমরা রক্ত দিতে জানি, প্রতিবাদ করতে জানি, ত্যাগ স্বীকার করতে জানি। বিএনপি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না।”
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই বলে, ‘আমি, মেজর জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।’
তিনি বলেন, “এর বাইরে আর কোনো ঘোষণা ছিল না। দেশের কিছু প্রতারক তাকে হেয় করার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলেছে।”
শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এককভাবে ক্ষমতা দখল করেন এবং সাড়ে তিন বছরে তার ‘রক্ষীবাহিনী’ দিয়ে বিরোধী দলের ৪০ হাজার সদস্যকে হত্যা করেন।
“সে [Sheikh Mujib] দুর্ভিক্ষ সৃষ্টি করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সেই সময়ে, উত্তরের বাসন্তী তার শরীর ঢেকে রাখার জন্য মাছ ধরার জাল পরেছিল কারণ তার কোন কাপড় ছিল না, “দুদু উল্লেখ করেছিলেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-দপ্তর সম্পাদক আবদুল খালেক।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য-সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালাম প্রমুখ।
পরে জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল ও জাসাসের কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে রাজপথে একটি বিজয় র্যালি বের করা হয়।