ইউএনবি
17 জানুয়ারী, 2025, 09:00 pm
সর্বশেষ সংশোধিত: 17 জানুয়ারী, 2025, 09:02 pm
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুরে আজ (১৭ জানুয়ারি) বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের মতে সংঘর্ষের ফলে প্রায় ২০টি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও লুটপাট হয়েছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি নেতাদের নেতৃত্বে দুটি গ্রুপ গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারের জন্য লড়াই করে আসছে।
ইয়াকুব আলী বিশ্বাসের সমর্থক মোহাম্মদ কামরুল ইসলাম কোদলা পশ্চিমপাড়া মসজিদের ইমামের কাছে খাবার দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। তুরাফ আলীর সমর্থক রবিউল ইসলামের সাথে তার মুখোমুখি হয় মৌখিক তর্কাতর্কি। কামরুল ইসলামের ওপর হামলা হলে তিনি তার সমর্থকদের খবর দিয়ে পালিয়ে যান। এরপর উভয় গ্রুপই দেশীয় অস্ত্র ব্যবহার করে সহিংস সংঘর্ষে লিপ্ত হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইদ্রিস আলী চৌধুরী জানান, আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে, এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুটি মামলা হয়েছে।