এই মন্তব্যের তীব্র সমালোচনা করে, অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন নেতা তাদের বিব্রতকর অবস্থা প্রকাশ করে বলেন, কোনো মুসলমান এ ধরনের বক্তব্য দিতে পারে না।
গত ১ জানুয়ারি কুমিল্লায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তার বিতর্কিত বক্তব্যে বিএনপির কুমিল্লা দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক ও দলের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। ছবি: টিবিএস
“>
গত ১ জানুয়ারি কুমিল্লায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তার বিতর্কিত বক্তব্যে বিএনপির কুমিল্লা দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক ও দলের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। ছবি: টিবিএস
কুমিল্লার এক বিএনপি নেতা তার অনুসারীদের বলেছেন, প্রতিদিন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম উচ্চারণ করলে তারা স্বর্গে যেতে পারবে।
গতকাল (১ জানুয়ারি) চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপির কুমিল্লা দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক ও দলটির চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা এসব কথা বলেন। তার বক্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বক্তৃতায় কামরুল বলেন, “একটি দল মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করে। এই দলের নেতারা স্বর্গের কথা বললেও তারা মানুষকে ধোঁকা দেয়। আমার বিশ্বাস জিয়াউর রহমানের নাম প্রতিদিন উচ্চারণ করলে বেহেশত নিশ্চিত হবে, যেমন তিনি কখনো করেননি। দেশের মানুষের সাথে খেলা হয়েছে।”
এই মন্তব্যের তীব্র সমালোচনা করে, অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন নেতা তাদের বিব্রতকর অবস্থা প্রকাশ করে বলেছেন যে কোনো মুসলমান এ ধরনের বক্তব্য দিতে পারে না।
কেউ কেউ অভিযোগ করেন, জোহরের নামাজের সময় হলে কামরুল মাইক ব্যবহার না করে পাশের মসজিদের মুয়াজ্জিনকে নামাজের আযান দিতে বলেছেন।
ঘটনার নিন্দা জানিয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির একাংশের নেতা জিএম তাহের পলাশী বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দলকে কলঙ্কিত করবে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন বলেন, এমন বক্তব্য এখনো শুনিনি, দেখেই মন্তব্য করব।
এদিকে কামরুল হুদা বিষয়টি স্বীকার করে বলেছেন, “জিয়াউর রহমান হজযাত্রীদের সুবিধার্থে মক্কায় কিছু নিম গাছ লাগিয়েছিলেন। তাহলে তার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে বলে আমি কি ভুল?”