টিবিএস রিপোর্ট
17 জানুয়ারী, 2025, 07:50 pm
সর্বশেষ সংশোধিত: 17 জানুয়ারী, 2025, 08:24 pm
‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আজ (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।
বহিষ্কৃত নেতারা হলেন- জোবায়ের আল মাহমুদ, নাইমুর রহমান কৌশিক, আবদুল গাফফার, আল ইমরান, আবদুল কাদের মারজুক ও ইকবাল হোসেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যপদসহ তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।