যুবদল ও কৃষকদলের লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি সংগঠনের সদস্যরা
১৬ ডিসেম্বর বরিশালে জাতীয় নাগরিক কমিটির বৈঠকে হামলায় পাঁচজন আহত হন। ছবিঃ সংগৃহীত
“>
১৬ ডিসেম্বর বরিশালে জাতীয় নাগরিক কমিটির বৈঠকে হামলায় পাঁচজন আহত হন। ছবিঃ সংগৃহীত
আজ (১৬ ডিসেম্বর) বরিশালে জাতীয় নাগরিক কমিটির সভায় অজ্ঞাত হামলাকারীরা হামলা চালিয়ে সংগঠনের যুগ্ম সদস্য সচিবসহ পাঁচজন আহত হয়েছেন।
সকাল ১১টার দিকে সদর রোডের দক্ষিণ পাড়ায় আওয়ামী লীগের বরিশাল নগর শাখার কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে কমিটির সদস্যরা জানান।
হামলার সময় চেয়ার ভাংচুর ও সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
যুবদল ও কৃষকদলের লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি সংগঠনের সদস্যরা।
অন্তত তিনজন প্রত্যক্ষদর্শীর মতে, কমিটির বৈঠক শুরু হওয়ার পরপরই একদল লোক হট্টগোল শুরু করে।
এসময় তারা চেয়ার ভাংচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে।
কমিটির সদস্যরা দাবি করেন, আ.লীগের সহযোগী আখ্যা দিয়ে সভার কয়েকজন আয়োজককে মারধরও করেন তারা।
কমিটির বরিশাল নগর শাখার সংগঠক মোঃ সাজ্জাদুর রহমান শাকিল মৃধা বলেন, কিছু লোক আমাদের পূর্বনির্ধারিত বৈঠকে ঢুকেছে। তারা আমাদের আওয়ামী লীগের মিত্র বলে, চেয়ার ভাংচুর ও ব্যানার ছিঁড়ে ফেলেছে।
“এমনকি তারা আমাদের এক যুগ্ম সদস্য সচিবকে মারধর করে পাশের পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় আমাদের অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে আহত ছাত্র হামজালাল, তার মা রুমানা বেগম, কমিটির সদস্য জিএম মেহেদী হাসান। এবং মোঃ আসিফ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং আইনি পদক্ষেপ নিতে পুলিশের কাছে গেছেন,” মৃধা যোগ করেছেন।
মৃধার প্রতিধ্বনি করে সংগঠনের কয়েকজন নেতা জানান, হামলাকারীরা কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতুকে লাঞ্ছিত করে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে।
সেখানে উপস্থিত লোকজনের প্রতিরোধের কারণে তারা তা করতে পারেনি বলে জানান নেতারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষকদলের বরিশাল নগর শাখার সদস্য সচিব সাঈদ তালুকদার বলেন, আমরা যখন এলাকা দিয়ে যাচ্ছিলাম তখন যারা বৈঠকে উপস্থিত ছিলেন তারা ‘আমাদের বারবার আওয়ামী লীগ সরকার দরকার’ বলে স্লোগান দিচ্ছিলেন। আমাদের লোকজন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। এটা শুনে আমরা তাদের শান্ত করেছি।
বরিশালের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।