বৈঠকে তারা বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইউএনবি
“>
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইউএনবি
বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ (১৫ ডিসেম্বর) সফররত তিমুর-লেস্তে প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার সঙ্গে দেখা করে এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল দুপুর ২টার দিকে হোটেল সোনারগাঁওয়ে রামোস-হোর্তার সঙ্গে দেখা করেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানান তিনি।
বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।