Homeবিএনপিজিয়ার জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি

জিয়ার জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি


দিবসটি উপলক্ষে সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়

টিবিএস রিপোর্ট

19 জানুয়ারী, 2025, 12:35 pm

সর্বশেষ সংশোধিত: 19 জানুয়ারী, 2025, 12:49 pm

19 জানুয়ারি 2025 তারিখে জিয়াউর রহমানের জন্মদিনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপি নেতারা শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: ফোকাস বাংলা

“>
19 জানুয়ারি 2025 তারিখে জিয়াউর রহমানের জন্মদিনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপি নেতারা শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: ফোকাস বাংলা

19 জানুয়ারি 2025 তারিখে জিয়াউর রহমানের জন্মদিনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপি নেতারা শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: ফোকাস বাংলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।

বেলা সোয়া ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী জিয়ার শেরেবাংলানগরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তারা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে ফাতেহা পাঠ করেন।


BNP Standing Committee Member Dr Abdul Moyeen Khan, Vice Chairman Ahmed Azam Khan, Chairperson’s Advisory Council Members Amanullah Aman, Zainul Abedin Farroque, Senior Joint Secretary General Ruhul Kabir Rizvi, central leaders Khairul Kabir Khokon, Abdus Salam, Kamruzzaman Ratan, Mir Sarafat Ali, Sultan Salahuddin Tuku, Saiful Alam Nirab, Dr Rafiqul Islam, Amirulzzaman Khan Shimul, Dhaka north city unit president Aminul Haque and south city unit president Rafiqul Alam Mojnu were, among others, present.

বিএনপি’র বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের সপ্তম রাষ্ট্রপতি হন।

দিবসটি উপলক্ষে সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিকালে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ জিয়ার স্মরণে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।

জন্মবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সহযোগী সংগঠনগুলোও আলোচনা সভা ও গরম বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।

দলটির নগর, জেলা ও উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।

এদিকে জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিষ্ঠাতার অবদানের কথা স্মরণ করেন।

বিএনপি নেতা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত