Homeবিএনপিজিয়াউর রহমান 'আল্লাহর আউলিয়া' ছিলেন: যুবদল নেতা খোরশেদ

জিয়াউর রহমান ‘আল্লাহর আউলিয়া’ ছিলেন: যুবদল নেতা খোরশেদ


টিবিএস রিপোর্ট

20 জানুয়ারী, 2025, 08:15 pm

সর্বশেষ সংশোধিত: 20 জানুয়ারী, 2025, 08:19 pm

গতকাল দেশব্যাপী পালিত জিয়ার ৮৯তম জন্মদিন উপলক্ষে ২০ জানুয়ারি এক অনুষ্ঠানে ড. ছবিঃ সংগৃহীত

“>
গতকাল দেশব্যাপী পালিত জিয়ার ৮৯তম জন্মদিন উপলক্ষে ২০ জানুয়ারি এক অনুষ্ঠানে ড. ছবিঃ সংগৃহীত

গতকাল দেশব্যাপী পালিত জিয়ার ৮৯তম জন্মদিন উপলক্ষে ২০ জানুয়ারি এক অনুষ্ঠানে ড. ছবিঃ সংগৃহীত

Bangladesh has not seen another honest politician like BNP founder Ziaur Rahman, former president of Jubo Dal’s Narayanganj unit Maksudul Alam Khandaker Khorshed said yesterday (19 January).

“আমি একটা কথা বলতে চাই, আমি জানি না মানুষ এটা কিভাবে নেবে। জিয়াউর রহমান ছিলেন আল্লাহর আউলিয়া। [saint]. এই কথা কেন বলি? বাংলাদেশে তার মতো সৎ রাজনীতিবিদ আর হয় নি। এর প্রমাণ হল [former prime minister] শেখ হাসিনা,” গতকাল দেশব্যাপী পালিত জিয়ার ৮৯তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হাসিনা গত 15 বছরে তার কোনো অন্যায় খুঁজে পাননি, তিনি বলেন, তিনি কখনোই প্রমাণ করতে পারেননি যে জিয়াউর রহমানের কোনো ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ অর্থ ছিল, বা তিনি প্রায় 10 বিঘা জমির মালিক ছিলেন বা তার কোনো সম্পত্তি ছিল। মানুষের জানার বাইরে কোথাও সমতল।

কোভিড-১৯ মহামারীতে নিহতদের শেষকৃত্যের জন্য জনপ্রিয়তা অর্জনকারী খোরশেদ বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।

সংবাদ সম্মেলনে খোরশেদ বলেন, জিয়া পৈত্রিক সম্পত্তি ছাড়া আর কিছুর মালিক নন।

“আপনি দেখবেন মুক্তিযুদ্ধের নামে অনেকেই হাজার হাজার কোটি টাকা জমিয়েছেন…এ কারণে তার সততাকে অনেক আউলিয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে বলে আমার বিশ্বাস। [saints] এই দেশের,” খোরশেদ বললেন।

শেখ পরিবারকে বয়কটের আহ্বান জানিয়ে যুবদল নেতা বলেন, শেখ হাসিনা ভারতের সঙ্গে জোট করে দেশ ছেড়ে পালিয়েছেন, হাসিনা দেশের কথা ভাবেননি, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথাও ভাবেননি। আওয়ামী লীগের উচিত হাসিনা ও শেখ পরিবারকে আজীবন বয়কট করা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, নাজমুল কবির নাহিদ, শাব্বির খন্দকার, রানা মুজিব, শওকত খন্দকার প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত