জাহিদুল ইসলাম ও নুরুল ইসলাম। ছবিঃ সংগৃহীত
“>
জাহিদুল ইসলাম ও নুরুল ইসলাম। ছবিঃ সংগৃহীত
জাহিদুল ইসলাম ২০২৫ সালের অধিবেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া নুরুল ইসলামকে মহাসচিব মনোনীত করা হয়েছে।
আজ (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ এ নাম ঘোষণা করেন।
২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের অধিবেশনে আলোচনা করে নুরুল ইসলামকে মহাসচিব মনোনীত করেন কেন্দ্রীয় সভাপতি।
জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ করছেন।
নুরুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্স করছেন।