১১ ডিসেম্বর লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি সংগঠন। ছবি: সংগৃহীত
“>
১১ ডিসেম্বর লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি সংগঠন। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সহকারী হাইকমিশনে সাম্প্রতিক হামলা, জাতীয় পতাকার অসম্মান ও উসকানি দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপির তিনটি সহযোগী সংগঠন- জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সাম্প্রদায়িক দাঙ্গা।
আজ (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে কিশোরগঞ্জের ভৈরবে রোড শো অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।
আখাউড়ায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লংমার্চ। প্রধান অতিথি থাকবেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
এর আগে ৮ ডিসেম্বর একই ঘটনার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল করে একই সংগঠন।
নয়াপল্টন থেকে মিছিলটি রামপুরায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। পরে একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়।
2 ডিসেম্বর, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করা হয় যখন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার অবিলম্বে মুক্তির দাবিতে ত্রিপুরার রাজধানীতে হাজার হাজার মানুষ একটি বিশাল সমাবেশ করে।
হামলাকারীরা সহকারী হাইকমিশনে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর করে।