Homeবাম দলজেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা হত্যাচেষ্টা মামলার প্রতিবাদ বাসদের

জেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা হত্যাচেষ্টা মামলার প্রতিবাদ বাসদের


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ  এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার নামে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা হত্যাচেষ্টার মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

রবিবার (২০ অক্টোবর) সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, পান্না একজন বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী এবং প্রগতিশীল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ। তিনি সবসময় সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার রয়েছেন। এবারের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানেও ছাত্র সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে তুলে নেওয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে তিনি সোচ্চার ছিলেন। পাশাপাশি আন্দোলনকারীদের অবৈধভাবে আটক এবং ছাত্র-জনতার ওপর পুলিশ-বিজিবি’র গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রিট মামলা দায়েরে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অথচ এরকম একজন গণতন্ত্র প্রিয় মানুষের বিরুদ্ধে মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়ের অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।

বিবৃতিতে ফিরোজ বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ছিল কথা বলার স্বাধীনতা, সমালোচনা করার অধিকার দিতে হবে। সমালোচনার অধিকার খর্ব করলে গণতন্ত্রের চর্চা রুদ্ধ হয়। কিন্তু আমাদের সন্দেহ এই যে, বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার কারণেই এই বর্ষিয়ান আইনজীবীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতাকে হত্যাকারী প্রকৃত খুনিদের সঙ্গে এক কাতারে ফেলে পান্নার নামে মিথ্যা মামলা কোনোভাবেই দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত