প্রবল গণবিক্ষোভের মুখে পড়ে গত ৫ অগস্ট ঢাকা ছেড়ে পালাতে বাধ্য হন তিনি। ‘ক্ষমতাচ্যুত’ তো বটে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আদৌ পদত্যাগ করে দেশ ছেড়েছেন? বিতর্কটা একাধিকবার উস্কে দিয়েছেন খোদ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। তাঁর দাবি, ‘আমার মা কোথাও লিখিত ভাবে পদত্যাগ করেননি।’ দিল্লিতে আশ্রয় নেওয়া হাসিনা এখনও পর্যন্ত নিজে এ নিয়ে সে ভাবে কিছু বলেননি। বরং ৫ অগস্টই সাংবাদিকদের সামনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর।কিন্তু সেই বিতর্কিত ইস্যুতে এ বার বোমা ফাটাল ‘মানবজমিন’ পত্রিকার একটি অনুসন্ধানী রিপোর্ট। লিখেছেন খোদ পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। যেখানে তিনি দাবি করেছেন, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে সাম্প্রতিক একটি
সাক্ষাৎকার বলেছেন যে, তিনিও হাসিনার ‘পদত্যাগপত্র’ তন্ন-তন্ন করে খুঁজে পাননি।
মানে? হাসিনা সত্যিই পদত্যাগ করে থাকলে, তা গেল কোথায়? নাকি, আদৌ তিনি অফিশিয়ালি পদত্যাগ করেননি? মতিউর লিখেছেন, ‘তিন সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছি। খোঁজ নিয়েছি মন্ত্রিপরিষদ বিভাগেও। যেখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র জমা থাকার কথা। সেখানেও নেই। শেষ পর্যন্ত বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের মুখোমুখি হলাম। তাঁর কাছেও নেই জেনে অবাকই হলাম।’
মতিউর সম্প্রতিই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে প্রধান উপদেষ্টার মুখ থেকে কিছু হতাশার কথাও বেরিয়ে এসেছে। আবার, নতুন কিছু স্বপ্নের কথাও শুনিয়েছেন ড. ইউনূস। তার পরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি। সরাসরিই জানতে চান হাসিনার ইস্তফাপত্র নিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতির জবাব—‘আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনও দালিলিক প্রমাণ নেই। হয়তো জমা দেওয়ার সময় পাননি। ৫ অগস্ট সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ঘণ্টাখানেকের মধ্যেই ফের ফোন এলো— তিনি আসছেন না… চারিদিকে নানিবিধ গুজব তখন। নিজের সোর্স দিয়ে খোঁজ নিতে শুরু করলাম। এক পর্যায়ে শুনলাম, তিনি (প্রধানমন্ত্রী) দেশ ছেড়ে চলে গিয়েছেন। আমাকে কিছুই বলে গেলেন না।’