টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুর ভক্ত আর্নে স্লট। লিভারপুল কোচ ভক্ত পোস্তেকোগলুর দলের খেলার ধরনে। স্লটের মতে, পোস্তেকোগলুর দলের খেলা দেখাটাও ‘আনন্দের’। আনন্দদায়ক সেই খেলাটা খেলেই এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৩৯টি গোল করেছে লন্ডনের ক্লাবটি। এই গোলের সর্বশেষ ৩টি আজ নিজেদের মাঠে স্লটের লিভারপুলের বিপক্ষেই করেছে টটেনহাম। তবু ম্যাচ শেষে পোস্তেকোগলু নন, ম্যাচ জয়ের হাসি হেসেছেন আর্নে স্লট!