ফুটবল নিয়ে রোমাঞ্চকর সিনেমা বানাতে বললে হলিউডের খ্যাতিমান কোনো পরিচালকও নিশ্চয় এমন স্কোরলাইন কল্পনা করবেন না!
লিসবনের এস্তাদিও দা লুজে যা ঘটে গেল, তা অনেকের কাছে অবিশ্বাস্য–অভাবনীয় মনে হওয়াটাই স্বাভাবিক। গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৩–১ গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখল বার্সা। ম্যাচটা তারা জিতে নিল ৫–৪ ব্যবধানে।
আরেক ম্যাচে লিলকে ২–১ গোলে হারিয়েছে লিভারপুল। এ নিয়ে টানা সাত জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রয়ে গেল তারা।
বিস্তারিত আসছে…