গ্রুপপর্ব ও চূড়ান্তপর্ব মিলিয়ে ৬ ম্যাচের ২টিতে হারা ব্রাজিল এখন পর্যন্ত করেছে মাত্র ৭ গোল। বিপরীতে গ্রুপপর্বে চার ম্যাচে ৮, আর চূড়ান্ত পর্বে ২ ম্যাচে ৬ গোল মিলিয়ে ৬ ম্যাচে মোট ১৪ গোল করেছে আর্জেন্টিনা। অর্থাৎ মহাদেশীয় টুর্নামেন্টে গোল করার দৌড়ে আর্জেন্টিনা যদি হয় ইশপের গল্পের ‘খরগোশ’, ব্রাজিল তাহলে ‘কচ্ছপ’। অবশ্য গল্পে শেষ পর্যন্ত কচ্ছপের জয় হলেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে কী হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত শুধু আর্জেন্টিনাই।
যুবাদের এই মহাদেশীয় অনুর্ধ্ব-২০ টুর্নামেন্টে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দল নিয়ে গঠিত চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে যে দল শীর্ষে থাকবে, তারাই চ্যাম্পিয়ন।