রাশিয়ার মস্কোর এক সাংবাদিক প্রথম এ বিষয়ে প্রতিবেদন করার পর বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে। রাশিয়া থেকে শুরু করে সারা বিশ্বেই ‘ভ্যাসিলিয়েভ ফ্যামিলি’ হয়ে ওঠে পরিচিত। তবে কেউ কেউ একে ‘প্রায় অসম্ভব ঘটনা’ বলে এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনাটা যে সত্য নয়, তা–ও অবশ্য কেউ প্রমাণ করতে পারেননি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বেশি সন্তানের বাবার বিশ্ব রেকর্ডটি কিন্তু ফিওদর ভ্যাসিলিয়েভের দখলে। একাধিক রুশ ঐতিহাসিকের মতে, ফিওদরের জন্ম ১৭০৭ সালে। মারা গেছেন ১৭৮২ সালে, ৭৫ বছর বয়সে। তাঁর প্রথম স্ত্রী ভ্যালেন্তিনার গর্ভে জন্ম নেয় ৬৯ সন্তান। তাঁর দ্বিতীয় স্ত্রী ছয়বার যমজ ও দুবার ত্রয়ী সন্তানের জন্ম দেন। অর্থাৎ ফিওদরের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেয় ১৮ সন্তান। সব মিলিয়ে ফিওদর ৮৭ সন্তানের জনক।