Homeদেশের গণমাধ্যমে৫ বছর পর দ্বিপাক্ষিক বৈঠক করলেন মোদি-শি

৫ বছর পর দ্বিপাক্ষিক বৈঠক করলেন মোদি-শি


পাঁচ বছর পর উত্তেজনা ভুলে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের এক ফাঁকে এই বৈঠক করেন দুই নেতা। বৈঠকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) সংঘাতের অবসান ঘটাতে দ্বিপাক্ষিক সমঝোতাকে স্বাগত জানিয়েছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এই খবর জানিয়েছে।

ব্রিকসের ষোড়শ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন মোদি। সেখানেই একটি পাশ্ব-বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার।

বুধবার বৈঠকের পর মোদি বলেন, ‘আমাদের বিশ্বাস, ভারত-চীন সম্পর্ক শুধু আমাদের জনগণের জন্যই নয়, আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ সময় তিনি আরও বলেন, ‘পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতা দ্বিপাক্ষিক সম্পর্কের পথনির্দেশিকা স্থির করবে।’

সোমবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ‘টহলদারির সীমানা’ নির্ধারণের বিষয়ে পূর্ব লাদাখের বিভিন্ন পেট্রোলিং পয়েন্টে চীনের সঙ্গে সমঝোতা হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানও একই কথার পুনরাবৃত্তি করেছের। তিনি ‘দ্বিপাক্ষিক ঐকমত্যের’ কথাই জানিয়েছেন।

গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে এবং সেপ্টেম্বরে দিল্লির জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি ও শি। তবে তাদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত