Homeদেশের গণমাধ্যমে‘৫৩ বছর এই জাতির মাথার ওপর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে’

‘৫৩ বছর এই জাতির মাথার ওপর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে’


৫৩ বছর এই জাতির মাথার ওপরে কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, যে জাতি বিভক্ত হয় তার মাথার ওপরে সবাই কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে। আমাদের এই জাতির মাথার ওপরে ৫৩ বছর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে। আমাদের তরুণ সমাজ, জনগণ জেগে উঠেছে, আমরা আর চাই না কেউ আমাদের মাথার ওপরে কাঁঠাল ভেঙে খাক। আমাদের জোরালো ঐক্য থাকুক, তাহলে ঘরে ও বাইরে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। যদি ইসলামি রাষ্ট্র কায়েম হয় এই জাতি বদলাতে ৭-১০ বছরের বেশি সময় লাগবে না। ৫৩ বছরের দরকার হবে না। ৭ থেকে ১০ বছরই যথেষ্ট।

জাতির উন্নয়নে দক্ষ ও যোগ্য সংসদ সদস্যের প্রয়োজন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বিগত সংসদগুলোতে আমরা দেখেছি কিছু মানুষ। তাদের ছেলেমেয়েরা একপাতা লিখে দিয়ে বলেছে- আব্বা বা আম্মা তুমি তো বলতে পারবে না কিছু ওইটা পড়ে শোনাও। তিনি সংসদে দাঁড়িয়ে পড়তেছে কিন্তু একপাতা পড়তে তার ২০ মিনিট লাগতেছে এবং ৪০টা ভুল করতেছে। অথচ একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা। যিনি লিখিত একটা পাতা পড়তে পারেন না, তিনি আমাদের আইন প্রণয়ন করে দিবেন? এভাবে আমরা নাচে-গানে ভরপুর সংসদ দেখেছি, খিস্তি-খেউড়ের সংসদ দেখেছি। সেখানে গানের আসর দেখেছি, নাটক ও হাসিঠাট্টা দেখেছি।

তিনি বলেন, সংসদ মানুষের জীবন মান উন্নয়নের জন্য, সভ্য দেশকে সভ্যতার উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য, একটা মর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়ানোর জন্য, আইনের শাসন কায়েমের জন্য, সুশাসন উপহারের জন্য। কিন্তু সেগুলো নিয়ে আমাদের সংসদে কথা হয় খুব কম, হয় না বললেই চলে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল সরকারের কাজ হচ্ছে আল্লাহর দেওয়া প্রত্যেকটি নেয়ামতকে সংরক্ষণ করা। যারা সংরক্ষণ করবে তারাই তো ক্ষতি করে, তাহলে সংরক্ষণটা হবে কিভাবে? দেশকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো আইন দরকার আর ভালো আইন বাস্তবায়নের জন্য ভালো মানুষ দরকার। কে কোন ধর্মের এটা দেখা যাবে না, সে ইনসান কিনা এটাই শুধু দেখতে হবে। এমনকি অবুঝ প্রাণী হলেও তার প্রতিও অবিচার করা যাবে না। মানবাধিকারের দিক থেকে কাউকে বৈষম্য করা যাবে না। অন্যান্য জাতি-ধর্মের যারা আছেন, তারা আমাদের কাছে সম্মানের, শ্রদ্ধার।

নাটোর জেলা আমির অধ্যাপক মীর নূরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনসহ অন্যরা বক্তব্য দেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত