Homeদেশের গণমাধ্যমে৪৮ ঘণ্টায় তিন কমান্ডারসহ হিজবুল্লাহ’র ৭০ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের

৪৮ ঘণ্টায় তিন কমান্ডারসহ হিজবুল্লাহ’র ৭০ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের


লেবাননের দক্ষিণাঞ্চলে শেষ ৪৮ ঘণ্টায় হিজবুল্লাহর তিন নেতাসহ প্রায় ৭০ জন সদস্যকে হত্যা করা হয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির প্রয়াত নেতা নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সাফেইদ্দিনের মৃত্যু নিশ্চিত করে বিবৃতি দেওয়ার একদিন পর বুধবার (২৩ অক্টোবর) এই দাবি করলো ইসরায়েল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ’র ঘাঁটি ও সদস্যদের খুঁজে খুঁজে সীমিত ও সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্স)। এ সময় স্থল ও বিমান হামলায় প্রায় ৭০ “সন্ত্রাসীকে” হত্যা করেছে সেনাবাহিনী।’

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ারের বাসিন্দাদের শহরের উত্তর দিকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী  প্রক্সি হিজবুল্লাহর সঙ্গে এক বছর ধরে সীমান্ত সংঘাতে জড়িয়ে আছে ইসরায়েল। সম্প্রতি লেবাননে ভয়াবহ আগ্রাসন শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে হিজবুল্লাহ। তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি বিমান হামলায় তাদের শীর্ষ নেতারা একে একে মারা যাওয়ার কারণে পুরো দলটি এখন বেকায়দা অবস্থায় পড়েছে।

মঙ্গলবার লেবানন সরকার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। এছাড়া, শেষ ২৪ ঘণ্টায় ৬৩ জনসহ এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।  

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত