Homeদেশের গণমাধ্যমে৩৭ লাখ টাকার রডবোঝাই লরি ছিনতাই, গ্রেফতার ২

৩৭ লাখ টাকার রডবোঝাই লরি ছিনতাই, গ্রেফতার ২


রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৩৭ লাখ টাকা মূল্যের রডবোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিন গভীর রাত ১২টা ১৫ মিনিট নাগাদ খিলক্ষেত থানার নারায়ণগঞ্জগামী মস্তুল ফুট ওভার ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মানিক মিয়া (৩৫) ও দুলাল মিয়া (৫৫)।

খিলক্ষেত থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে লরিচালক মো. পারভেজ খিলক্ষেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী তাদের মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাকটি চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মিল হতে রড বোঝাই করে টঙ্গি আবুল খায়ের স্টিল মিল গ্রুপের ডিপোতে নিয়ে যাওয়ার সময় কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীদের কবলে পড়ে।

খবর পেয়ে খিলক্ষেত থানা পুলিশের চৌকস টহল দল রডসহ ট্রাকটি উদ্ধার করতে ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে খিলক্ষেত থানার নারায়ণগঞ্জগামী মস্তুল ফুটওভার ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করতে সক্ষম হয় টহল পুলিশ। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মানিক মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও দুজন পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে। উদ্ধার রডের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ পলাতক আরও দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে।

তালেবুর রহমান আরও বলেন, তারা ছিনতাই হওয়া লরিচালক ও হেলপারের সঙ্গে ছিনতাইকারীদের হাতাহাতির ঘটনায় উভয় পক্ষই আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত