ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া ব্যাখ্যায় উথাপ্পা লিখেছেন, স্ট্রবেরি লেনসেনিয়া প্রাইভেট লিমিটেড, সেঞ্চুরিয়াস লাইফস্টাইল ব্র্যান্ডস ও বেরিজ ফ্যাশন হাউস—এই তিন প্রতিষ্ঠানের নির্বাহী কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। ২০১৮–১৯ সালের দিকে প্রতিষ্ঠান তিনটি তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। যার ভিত্তিতে তাঁকে পরিচালক করা হয়েছিল।
উথাপ্পার দাবি, পরিচালক পদে তাঁর কার্যক্রম ছিল সীমিত। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে ব্যস্ততার কারণে এসব প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে তাঁর কোনো ভূমিকা ছিল না। এসব প্রতিষ্ঠান কিংবা অন্য যেসব জায়গায় তিনি অর্থ লগ্নি করেছেন, সেসবের কোথাও তিনি নির্বাহী দায়িত্ব পালন করেননি।