মিয়ানমার থেকে সাগরপথে কক্সবাজারের টেকনাফে পাচারের সময় একটি নৌযান থেকে ২ কেজি ১৩০ গ্রাম আইস নামে পরিচিত ক্রিস্টাল মেথ মাদকসহ ছয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। এ সময় আরও ১০ হাজার ইয়াবা বড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা।
গ্রেপ্তার ছয়জন হলেন টেকনাফ সদরের মো. ফয়সাল (২০), মো. আরমান (২০), মো. বুখার উদ্দীন (৩০), মো. শফিক উদ্দিন (২০), লেঙ্গুববিলের জসিম উদ্দিন (২১) ও উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের মো. কামাল হোসেন (৩৮)।