বয়স ৩০–এর কোটাও পার হয়নি। এখনই কোটি কোটি ডলারের মালিক হয়ে গেছেন। অধিকাংশই অবশ্য পারিবারিক সূত্রে বিপুল এ সম্পদের মালিক হয়েছেন। অল্প বয়সেই শতকোটি ডলারের মালিকদের তালিকায় নাম লিখিয়েছেন, এমন শীর্ষ ১০ তরুণ ধনীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। বয়সের ক্রমানুসারে করা এ তালিকায় থাকা ব্যক্তি কারা, আসুন দেখে নেওয়া যাক—