পাকিস্তানের স্পিনে আবারও ঘায়েল ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ২০২১ সালের পর ঘরের মাঠে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। পাকিস্তান সিরিজ নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে।
রাওয়ালপিন্ডিতে দুই স্পিনার নুমান আলী ও সাজিদ খানের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। যা পাকিস্তানের মাটিতে সর্বনিম্ন! পাকিস্তান পায় ৩৬ রানের লক্ষ্য।
৩ উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। হ্যারি ব্রুক আর জো রুট আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন। ব্রুক ২৬ রানে ফিরতেই ৪৬ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। বেন স্টোকস (৩), জেমি স্মিথ (৩) দ্রুত ফিরলেও জো রুট প্রান্ত আগলে ক্ষীণ আশার সঞ্চার করছিলেন। কিন্তু ৩৩ রানে তিনিও নুমান আলীর বলে গ্লাভসবন্দি হলে শেষ হয়ে যায় প্রতিরোধ। ৮৫ রানে ততক্ষণে ৭ উইকেট হারিয়ে বসেছে সফরকারী দল।
প্রথম টেস্ট হারের পর সাজিদ আর নুমান আলীর অন্তর্ভুক্তিই সিরিজের ভাগ্য নির্ধারণ করেছে। আবারও দশ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন তারা। বামহাতি নুমান ৪২ রানে ৬ উইকেট নিয়েছেন। সাজিদ ৬৯ রানে নিয়েছেন ৪টি।
মাত্র ৩৬ রানের লক্ষ্য পেয়ে পাকিস্তান ৩.১ ওভারে একটি উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়েছে। সাইম আইয়ুব ৮ রানে ফিরলেও জয় নিয়ে মাঠ ছাড়েন আব্দুল্লাহ শফিক (৫) ও শান মাসুদ (২৩)। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান সৌদ শাকিল। সিরিজ সেরা ১৯ উইকেট নেওয়া সাজিদ খান।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ২৬৭ (স্মিথ ৮৯, ডাকেট ৫২;সাজিদ ৬/১২৮, নুমান ৩/৮৮) ও ১১২ (রুট ৩৩, ব্রুক ২৬; নুমান ৬/৪২, সাজিদ ৪/৬৯)
পাকিস্তান ৩৪৪ (সৌদ ১৩৪, সাজিদ ৪৮*, নুমান ৪৫; রেহান ৪/৬৬, শোয়েব ৩/১২৯) ও ৩৭/১
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।