দেশের মাটিতে উইকেট শিকারে তাইজুলের চেয়ে মাত্র ১টি উইকেট বেশি নিয়ে এগিয়ে সাকিব। ৩৪ টেস্টে তাইজুলের শিকার ১৬২ উইকেট, সাকিবের ৪৫ টেস্টে শিকার ১৬৩ উইকেট। অর্থাৎ টেস্টে দেশের মাটিতে সর্বোচ্চ উইকেট নিতে তাইজুলের আর ২টি উইকেট দরকার। সেটি কিন্তু এ ইনিংসেই হয়ে যেতে পারে। সাকিব ও তাইজুল ছাড়া বাংলাদেশের মাটিতে ন্যূনতম ১০০ উইকেট আছে শুধু মেহেদী হাসান মিরাজের।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টে অভিষেক তাইজুলের। অথচ এই তাইজুলই পরবর্তী সময়ে হয়ে যান দেশের মাটির বোলার। ৪৮ টেস্টের ক্যারিয়ারে মাত্র ১৪ ম্যাচ খেলেছেন দেশের বাইরে। উইকেট ৩৯টি। ৫ উইকেট নিয়েছেন তিনবার। সাকিব থাকতে বিদেশের মাটিতে টেস্টে তাইজুল প্রায় সুযোগ পাননি বললেই চলে। এখন থেকে নিশ্চয়ই পাবেন?