Homeদেশের গণমাধ্যমে১ মিনিট ৫৫ সেকেন্ডের ঝড়ে ম্যানচেস্টার ডার্বি ইউনাইটেডের

১ মিনিট ৫৫ সেকেন্ডের ঝড়ে ম্যানচেস্টার ডার্বি ইউনাইটেডের


অবিশ্বাস্য!

১ মিনিট ৫৫ সেকেন্ডেই কীভাবে বদলে গেল সবকিছু। ৮৭ মিনিট পর্যন্ত ম্যানচেস্টার ডার্বিতে ১-০ গোলে পিছিয়ে থাকা ইউনাইটেড প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ইতিহাদ থেকে জয় নিয়ে ফিরল ওল্ড ট্রাফোর্ডে। লিগে হারের হ্যাটট্রিকের শঙ্কায় পেয়ে বসা দলটি জিতেছে ব্রুনো ফার্নান্দেজ ও আমাদ দিয়ালোর গোলে।

৩৬ মিনিটে ইওস্কো গাভারদিওলের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেড সমতায় ফেরে ফার্নান্দেজের পেনাল্টি গোলে ৮৮ মিনিটে। ম্যাথিউস নুনেসের ভুলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন আমাদ। বাঁ প্রান্ত দিয়ে যখন তিনি পেনাল্টি বক্সে ঢুকলেন সামনে শুধু সিটি গোলরক্ষক এদেরসন। ভুলের প্রায়শ্চিত্ত করতেই কিনা দৌড়ে এসে আরও বড় ভুল করে বসলেন নুনেস। আমাদকে স্লাইড করে ফেলে দিলেন। তাতে বাজল পেনাল্টির বাঁশি। আর সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না ফার্নান্দেজ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত