নওগাঁর মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি হাত বদলের সময় আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় তাদের আটক করা হয়। পরে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন, মান্দা উপজেলার গোপালপুর বাজার এলাকার মজিবর রহমান মোল্লার ছেলে ও পরাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং পার্শবর্তী মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মাঠে নামে এবং পুলিশ সুপারের নির্দেশনায় মঙ্গলবার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, এসআই শামীম হোসেনসহ অন্য কর্মকর্তারা।