টেস্টে ঘরের মাঠকে দুর্গই বানিয়ে ফেলেছিল ভারত। ২০১২ সালের পর থেকে ঘরের মাঠে অপ্রতিরোধ্য ছিল তারা। তাদের সেই রাজত্বে হানা দিয়েছে নিউজিল্যান্ড। পুনেতে স্বাগতিকদের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ১১৩ রানে হারিয়েছে কিউই দল। তাতে ২০১২ সালের পর ঘরের মাঠে সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছে রোহিত শর্মারা। আর ভারতের মাটিতে প্রথম সিরিজ (২-০) জিতে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ২৫৯ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসেই গুটিয়ে গেছে ১৫৬ রানে। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৫৫ রানে শেষ হলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯। জবাবে বাকিরা ব্যর্থ হলেও শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আশার সঞ্চার করেছিলেন ওপেনার যশ্বসী জয়সওয়াল। এক পর্যায়ে তার ব্যাটিংয়েই ভারতের স্কোর দাঁড়ায় ৯৬ রানে ১ উইকেট। শুবমান গিল ২৩ রানে ফিরলে ভাঙে ৬২ রানের জুটি। জয়সওয়ালের একার লড়াইও থামে ৭৭ রানে। ১২৭ রানে তৃতীয় উইকেট হিসেবে তার পতনের পর ধস নামতে বেশি সময় লাগেনি। ধীরে ধীরে বাকিরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে তাদের ইনিংস থামে ২৪৫ রানে। লেজের দিকে ৪২ রানে প্রতিরোধ গড়ে জয়টা বিলম্বিত করেছেন রবীন্দ্র জাদেজা। শেষ উইকেট হিসেবে আউট হন তিনি।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মূল হন্তারক ছিলেন বামহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ২৯ ওভার হাত ঘুরিয়ে ১০৪ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪৩ রানে দুটি নেন অ্যাজাজ প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে স্যান্টনার ১৫৭ রানে নিয়েছেন ১৩ উইকেট। ম্যাচসেরাও তিনি। সফরকারী কোনও দলের হয়ে যা তৃতীয় সেরা বোলিং।
স্কোর: নিউজিল্যান্ড ২৫৯ (কনওয়ে ৭৬, রবীন্দ্র ৬৫; ওয়াশিংটন ৭/৫৯) ও ২৫৫ (ল্যাথাম ৮৬, ফিলিপস ৪৮*; ওয়াশিংটন ৪/৫৬, জাদেজা ৩/৭২)
ভারত ১৫৬ (জাদেজা ৩৮; স্যান্টনার ৭/৫৩) ও ২৪৫ (জয়সওয়াল ৭৭, জাদেজা ৪২; স্যান্টনার ৬/১-৪)।
ফল: নিউজিল্যান্ড ১১৩ রানে জয়ী।