Homeদেশের গণমাধ্যমে১০ বছরের মেয়ের ছেলেবন্ধু জুটেছে, গোস্টিং নিয়ে মেয়েকে যে পরামর্শ দিলেন স্কারলেট

১০ বছরের মেয়ের ছেলেবন্ধু জুটেছে, গোস্টিং নিয়ে মেয়েকে যে পরামর্শ দিলেন স্কারলেট


হলিউড তারকা স্কারলেট জোহানসন প্রেম নিয়ে উপদেশ দিয়েছেন তাঁর ১০ বছর বয়সী কন্যা রোজমেরিকে। সম্প্রতি নিজেই টেলিভিশন টক শো ‘টুডে উইথ জেনা অ্যান্ড ফ্রেন্ডস’–এ এ কথা জানান স্কারলেট।

৪০ বছর বয়সী ‘অ্যাভেঞ্জার্স’–তারকা স্কারলেট জানান, স্কুলে তাঁর মেয়ের একটা ‘ছেলেবন্ধু’ জুটেছে। আসলে বিষয়টি অনেকটা একপাক্ষিক। ছেলেটা রোজকে পছন্দ করে। ১০ বছর বয়সী রোজ শুরুতে বিষয়টি উপভোগ করলেও এখন আর বিশেষ পাত্তা দিচ্ছে না। ছেলেটার সঙ্গে এখন আর কথাই বলছে না। তাতে কিঞ্চিৎ মনঃক্ষুণ্ন হয়েছেন স্কারলেট।

স্কারলেট বলেন, ‘হুট করে কথা বলা বন্ধ করে দেওয়া এক কথায় গোস্টিং। আর আমি জীবনে নিশ্চিতভাবেই গোস্টিংয়ের শিকার হয়েছি। এর অনুভূতি এক কথায় জঘন্য। নিজের সম্পর্কে হীনম্মন্যতা তৈরি হয়। আত্মবিশ্বাসই ধসে যায়। আর বছরের পর বছর ধরে এই অনুভূতি তাড়া করে ফেরে। আমি মেয়েকে গোস্টিং বিষয়টি বুঝিয়েছি। আর বলেছি, ছেলেটাকে বুঝিয়ে বলতে যে সে (রোজ) তার ব্যাপারে একই রকম অনুভব করছে না।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত